প্রতিকূলতা থামাতে পারেনি বুশরার লেখাপড়া

রাজশাহী আলোর পাঠশালা থেকে এসএসসি পাস করে কলেজে পড়ছেন বুশরা।

রাজশাহী আলোর পাঠশালা থেকে এসএসসি পাস করে কলেজে পড়ছেন বুশরা। তিনি এখন রাজশাহীর কমেলা হক ডিগ্রি কেলেজে মানবিক বিভাগে এইচএসসি পড়ছেন।

ছোটবেলা থেকেই বুশরার শখ,বড় হয়ে একজন শিক্ষক হবেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে মাধ্যমিকে ভর্তি হওয়ার পর থেকেই সকল ক্লাসে বুশরার অবস্থান প্রথম। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাতেও প্রথম পুরস্কার পান। জেএসসিতে ভালো ফল করার পরও তাঁর পরিবার তাঁকে লেখাপড়া করাতে চায়নি। কারণ পরিবারের ধারণা ১৪ বছর পার হয়ে যাচ্ছে, পরে আর বিয়ে হবে না।

রাজশাহী আলোর পাঠশালা থেকে এসএসসি পাস করে কলেজে পড়ছেন বুশরা

নবম শ্রেণিতে উঠতেই বিয়ের পিঁড়িতে বসতে হয় তাঁকে। অনিচ্ছা থাকলেও পরিবারের চাপে তাঁকে এ সিদ্ধান্ত মানতে হয়। কিন্তু বুশরার প্রবল ইচ্ছাশক্তি তাঁকে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে। তাঁর শখ শিক্ষক হতেই হবে। নানা রকম বাধা-বিপত্তি অতিক্রম করে বুশরা এ বছর প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালা থেকে এসএসসি পাস করে এইচএসসি পর্যায়ে পড়াশোনা করছেন।

বুশরা বলেন, সংসারের অভাব অনটনের মধ্যে তাঁর লেখাপড়া চালানো পরিবারের পক্ষে সম্ভব ছিল না। প্রথম আলো ট্রাস্ট তাঁকে বিনা বেতনে পড়ার সুযোগ করে দিয়েছে এবং তাঁর ইচ্ছা শক্তি তাঁকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর জন্য প্রথম আলো ট্রাস্ট আলোর পাঠশালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলোর পাঠশালার শিক্ষক খাদিজাতুল কুবরা মম জানান, ‘বুশরা এবার অনেক ভালো ফলাফল করবে। পরিবার থেকে লেখাপড়ার ভালো সুযোগ পেলে সে অবশ্যই তাঁর শখ পূরণ হবে।’