এসএসসি পাশ করেছেন আলোর পাঠশালার ছাত্র আব্দুল্লাহ

নওগাঁর গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ছাত্র আব্দুল্লাহ।

কখনও ট্রাকের লেবার অর্থাৎ মালামাল ওঠানো- নামানোর কাজ করেছেন । কোনদিন লেবারের কাজ না পেলে দিনমজুরের কাজ করেছেন। সেই আব্দুল্লাহ নওগাঁর গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা থেকে ২০২১ সালে জিপিএ-২.৯৪ পেয়ে এসএসসি পাশ করেছেন।

২০১৪ সালে আব্দুল্লাহ প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাস করে। কিন্তু পারিবারিক অস্বচ্ছলতার কারণে স্কুলে ভর্তি না হয়ে দিনমজুরের কাজ শুরু করেন । আব্দুল্লাহর জীবন থেকে দুটি বছর হারিয়ে যায় । ২০১৬ সালে গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার কমিউনিটি মিটিংয়ে আব্দুল্লাহর মায়ের সঙ্গে কথা হয় শিক্ষকদের। শিক্ষকেরা আব্দুল্লাহকে স্কুলে ভর্তি করানোর অনুরোধ করেন। তারও কিছুদিন পর আলোর পাঠশালার সব শিক্ষক আব্দুল্লাহর বাড়ি গিয়ে আব্দুল্লাহকে এবং তার পরিবারকে পুনরায় বুঝাতে সক্ষম হন। আলোর পাঠশালাতে পড়ানোর জন্য কোন খরচ দিতে হয় না, এটা জেনে আব্দুল্লাহকে ভর্তি করান তাঁর পরিবার।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক মো.নূর আলম জানান, খরচের কথা চিন্তা করে আব্দুল্লাহর পরিবার তাঁকে স্কুলে ভর্তি করেনি। সেই খবর জানতে পেরে আমরা সব শিক্ষকেরা তাঁদের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে বুঝাতে সক্ষম হই। তাঁকে আলোর পাঠশালার স্কুলে ভর্তি করাই। পরে ২০১৮ সালে কৃতিত্বের সাথে জেএসসি পরীক্ষা পাস করে সে। আব্দুল্লাহ শুধু পড়ালেখাতেই ভালো তা নয়, সে বিদ্যালয়ের ফুটবল দল ও স্কাউটের সদস্য।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি এ রকম অবহেলিত কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের আর্থিক সহায়তায় প্রথম আলো ট্রাস্ট নওগাঁয় গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালাসহ ৬টি স্কুল পরিচালনা করছে।