এসএসসি পরীক্ষার্থীদের দেওয়া হলো বিদায় সংবর্ধনা

শিক্ষকদের সঙ্গে বিদায়ী শিক্ষার্থীরা।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালার এসএসসি পরীক্ষার্থীদের গত বৃহস্পতিবার বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বেলা ১১টায় বাবুডাইং গ্রামের বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদায়ী শিক্ষার্থীদের শাপলা ফুলের মালা দিয়ে ভালোবাসা জানায় শিক্ষার্থীরা।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের শাপলা ফুলের মালা দিয়ে ভালোবাসা জানায় শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বিদায়ী ভাই-বোনদের জন্য পরীক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও স্কেল উপহার দেয়। বিদ্যালয়ের পক্ষ থেকেও দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা, কলম, পেন-বক্স, স্কেল, রুল পেনসিল, ইরেজার ও কাটার। বিদ্যালয়ের সাংস্কৃতিক দলের শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাচ-গান পরিবেশন করে।

সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রাম্য মোড়ল কার্তিক কোল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুরমু, শিক্ষার্থী রিতা কোল টুডু, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার বন্ধু শ্যামলী খাতুন প্রমূখ।

সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।