আলোর পাঠশালার শিক্ষকদের নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষণ সম্পন্ন
প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার শিক্ষকদের নিয়ে ‘নতুন শিক্ষাক্রম বিস্তরণ’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে শনিবার বিকেলে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গত শুক্রবার থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালা, রাজশাহী আলোর পাঠশালা ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ২৭ জন শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
প্রশিক্ষণ প্রদান করেন নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, আশরাফুল ইসলাম, মাসুদ রানা ও শিরিন আকতার। প্রশিক্ষণে নতুন শিক্ষাক্রম সম্পর্কে ধারণা দেওয়া হয়। এ ছাড়া মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে শিক্ষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। কীভাবে শ্রেণিকক্ষ থেকেই মূল্যায়ন করতে হবে, সামষ্টিক মূল্যায়ন ও আচরণিক মূল্যায়ন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় শিক্ষকদের।
রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন বলেন, নতুন শিক্ষাক্রম বিষয়ে প্রশিক্ষণটি আমাদের ভীষণ দরকার ছিল। আমরা যা শিখলাম তা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে শিক্ষার্থীদের অনেক উপকার হবে।
বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর বলেন, সামনে মাসেই শুরু হবে নতুন শিক্ষাক্রম বিষয়ে মূল্যায়ন। শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের ক্ষেত্রে এ প্রশিক্ষণটি আমাদের জন্য প্রয়োজন ছিল। এ প্রশিক্ষণ থেকে আমরা যা অর্জন করলাম, তা শিক্ষার্থীদের মূল্যায়নে ভূমিকা রাখবে বলে আশা করি।
প্রশিক্ষক শফিউল আজম বলেন, নতুন শিক্ষাক্রম বিষয়ে সকল শিক্ষকের যথাযথ জ্ঞান থাকতে হবে। না হলে এ শিক্ষাক্রম বাস্তবায়ন হবে না। এ শিক্ষাক্রমের ক্ষেত্রে মূল্যায়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে শিক্ষক যদি দক্ষ না হন তাহলে শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়ন করা সম্ভব হবে না। প্রথম আলো ট্রাস্টের এ উদ্যোগটি সময়োপযোগী। এতে শিক্ষকগণ নতুন কারিকুলাম বাস্তবায়নে ভূমিকা রাখতে পারবে। শিক্ষকদের এ প্রশিক্ষণ সবগুলো বিষয়েই দিতে পারলে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে সফলতা পাওয়া যাবে।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, প্রশিক্ষকগণ এবং আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ। শেষে সকলের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।