টেকনাফে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে দমদমিয়া আলোর পাঠশালা

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) আয়োজনে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়েছে দমদমিয়া আলোর পাঠশালা।

জাতিসংঘ বিশ্বখাদ্য কর্মসুচির অর্থায়নে এবং কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) আয়োজনে কক্সবাজারের টেকনাফে উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর টেকনাফ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কুইজ প্রতিযোগিতর আয়োজন করা হয়।

কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থী মোহাম্মদ রাসেল চতুর্থ রাউন্ড পর্যন্ত লড়াইয়ে টিকে ছিলনে।

কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোডেকের প্রকল্প সমন্বয়কারী জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গৌর চন্দ্র দে। কুইজ প্রতিযোগিতায় বিচারকের দ্বায়িত্ব পালন করেন উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি ইনসট্রাক্টর) মিজানুর রহমান।

কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

কোডেক সূত্র জানায়, টেকনাফ উপজেলার ৬৯টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮হাজার ৩৮৮ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে ছয়টি রাউন্ডের ফলাফলের ভিত্তিতে পাঁচজন কৃতি শিক্ষার্থী পুরস্কার পান। প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয়,চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে– ফারদিন আক্তার কলি,  মরিয়ম ফাতেমা, সাইফুল ইসলাম,  ইসমত জাহান ও আশরাফুল হক । কুইজ প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ড পর্যন্ত টিকে থাকায় দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থী মোহাম্মদ রাসেল পান বিশেষ পুরস্কার।

উল্লেখ্য, দমদমিয়া আলোর পাঠশালাটিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ১৫১ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।