কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে আলোর পাঠশালার শিক্ষার্থী সাইফুল

কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম। পুরস্কার হাতে বাঁ থেকে তৃতীয়।

দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থী সাইফুল ইসলাম স্বাস্থ্য সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। আজ মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টারের( কোডেক) আয়োজনে টেকনাফের হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার বিষয় ছিল স্বাস্থ্যবিধি, খাদ্য ও পরিবেশ দূষণ।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোট ১১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ জন শিক্ষার্থী ইউনিয়ন পর্যায়ের কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে উলুচামড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইমা সুলতানা, দ্বিতীয় স্থান অধিকার করে দমদমিয়া আলোর পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করে হ্নীলা আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ঋতি দেবনাথ।

কুইজ প্রতিযোগিতাটি পরিচালনা করেন কোডেক এর ফিল্ড মনিটর বশির আহমদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছু এবং জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকের আহমেদ। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন আগামী ১৪ নভেম্বর উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, দমদমিয়া আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।