প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত মেঘনাপাড় ধীবর আলোর পাঠশালা লক্ষ্মীপুর জেলার ২০ নম্বর চর রমনী মোহন ইউনিয়নের মজু চৌধুরীর হাটের মেঘনা নদীর পাড়ে অবস্থিত। এই পাঠশালায় প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শত শিক্ষার্থী পড়াশোনা করছে। ২০১৯ সালে এই বিদ্যালয় থেকে পিইসি পাস করে বিভিন্ন বিদ্যালয়ে ভর্তি হয়েছে অনেকে। তাদের মধ্যে একজন জেলে পরিবারের সন্তান মোসা. সুরমা আক্তার। সে এ বছর (২০২৫) ডা. আব্দুল হক আদর্শ উচ্চবিদ্যালয়ে থেকে এসএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগ থেকে ভালো ফল করেছে। তার বিদ্যালয়ের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে।
তার বাবা মো. ইসমাইল হোসেন পেশায় একজন দরিদ্র জেলে। মাতা হানা বেগম গৃহিণী। অনেক বাঁধা ডিঙিয়ে এই পর্যন্ত এসেছে সুরমা। ভবিষ্যতে সে একজন ব্যাংক কর্মকর্তা হতে চায়।
চলতি বছরের ৩১ মে স্কুল অফিসে আনুষ্ঠানিকভাবে স্কুল হস্তান্তর চুক্তি স্বাক্ষরিত হয়। ১ জুন ২০২৫ থেকে প্রথম আলো ট্রাস্ট দায়িত্ব নেয়। এর আগে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন নামে স্কুলটি প্রতিষ্ঠা ও পরিচানলা করেছেন প্রফেসর মো. আক্তারুজ্জামান ভূঞা। তিনি বর্তমানে মিরপুরে সরকারি বাঙলা কলেজের মার্কেটিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট আটটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১ টি, বান্দরবানে ১টি ও লক্ষ্মীপুরে ১টি করে আটটি স্কুলে মোট ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।