স্বাস্থ্যবিধি চর্চা
কিশোরী শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চর্চা বিষয়ক পাঠদান অনুষ্ঠিত হয়েছে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালার ৩০ জন মেয়ে শিক্ষার্থীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চর্চা বিষয়ক পাঠদান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ দুপুর দুইটায় বিদ্যালয়ের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে ‘ফুড ফর দ্যা হাংরি’ (এফএইচ) নামে একটি আন্তর্জাতিক সংস্থার চাঁপাইনবাবগঞ্জের ঝিলিম কমিউনিটি কার্যালয়।স্বাস্থ্যবিধি চর্চা বিষয়ক পাঠদান করেন এফএইচ অ্যাসোসিয়েশন, আতাহার কমিউনিটির অ্যানিমেটর সীমা রাণী বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এফএইচ অ্যাসোসিয়েশন, ঝিলিম কমিউনিটির সিনিয়র অ্যানিমেটর আনোয়ার হোসেন।
শিক্ষার্থীদের ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার জন্য নানা নিয়মাবলি শেখানো হয়। বিশেষ করে মেয়েলী নানা সমস্যা, করণীয় ও সমাধান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সীমা রাণী বিশ্বাস। তিনি বলেন, গ্রামের মেয়েরা মূলত স্বাস্থ্যবিধি সম্পর্কে খুব একটা সচেতন থাকে না। এছাড়া মেয়েলী নানা সমস্যা হলেও তারা লজ্জায় কাউকে কিছু বলে না। তাদের এসকল বিষয়ে পাঠ দেয়ায় আমাদের লক্ষ্য। তারা যেন সচেতন হয়ে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে জ্ঞান লাভ করে সুন্দর জীবন পরিচালনা করতে পারে এজন্য আমাদের এই কর্মসূচি পালিত হয়ে থাকে।
আনোয়ার হোসেন বলেন, সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের নিয়ে কাজ করে এফএইচ সংস্থা। তাদের স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষায় এগিয়ে নিতে নানা কর্মসূচি পালন করা হয়। শিশুদের নিয়ে মাসিক বৈঠক ও নানা কার্যক্রমও করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে কিশোরী মেয়েদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি চর্চা বিষয়ক পাঠদান। এতে বাঙালি ও ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের সকলেই অংশগ্রহণের সুযোগ পেয়ে থাকে। শিশুদের সুবিধার্থে এমন কার্যক্রম চলমান থাকবে।