শিক্ষক প্রশিক্ষণে অংশ নিলেন প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষকেরা

প্রশিক্ষণে কুড়িগ্রামের প্রথম আলো চর আলোর পাঠশালার আটজন শিক্ষক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

বাংলাদেশে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে ২০২৩ সালে সরকার বিস্তর পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনার অংশ হিসেবে মাউশি পাঁচ দিনের শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রশিক্ষণে কুড়িগ্রামের প্রথম আলো চর আলোর পাঠশালার আটজন শিক্ষক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

প্রশিক্ষণে কুড়িগ্রামের প্রথম আলো চর আলোর পাঠশালার আটজন শিক্ষক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

নতুন এই শিক্ষাক্রমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করবে। বছর শেষে তাদের মাঝে আটটি যোগ্যতা তৈরি হবে। একেকটি যোগ্যতা তৈরি হবে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে। বাস্তব অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীরা প্রেক্ষাপট নির্ভর অভিজ্ঞতা অর্জন করে সমস্যা নির্ণয় করতে পারবে। প্রতিফলন মূলক পর্যবেক্ষণের দ্বারা কি কারণে সমস্যা হলো তা নির্ণয় করতে পারবে। বিমূর্ত ধারণা করে সমাধানের পথ খুঁজে বের করবে এবং সক্রিয় পরীক্ষণে অংশগ্রহণ করে সবাই মিলে সমাধান করবে। এখানে শিক্ষক শুধু সহায়কের ভূমিকা পালন করবেন এবং শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন ঘটাবে।

এই শিক্ষাক্রমে শিক্ষার্থীদের শিখণ মূল্যায়ন করা হবে ধারাবাহিক এবং সামষ্টিক রূপে। এখানে মূল্যায়ন সূচকগুলো যথাক্রমে শিখণ কালীন পারদর্শিতার সূচক, আচরণ ভিত্তিক সূচক এবং সামষ্টিক পারদর্শিতার সূচক। মূল্যায়ন নির্দেশক প্রতীকগুলো যথাক্রমে প্রাথমিক দক্ষতা, মধ্যম দক্ষতা এবং দক্ষ। উক্ত প্রশিক্ষণে কুড়িগ্রামের প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন এবং সফলভাবে শেষ করেছেন।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের সহযোগিতায় প্রথম আলো চর আলোর পাঠশালাসহ ছয়টি পাঠশালা পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।