প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত দমদমিয়ায় আলোর পাঠশালায় ৭ মে ২০২৫ তারিখ নানা আয়োজনে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, সহকারী শিক্ষক মোঃ জোনায়েদ, সৈয়দ নুর, রবিউল আলম ও আমান উল্লাহ। তারা সকলে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করেন।
অনুষ্ঠান শুরু হয় দুপুর ১২ টায় । প্রথম পর্বে ছিল আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে ছিল প্রতিযোগিতা। আলোচনা সভায় বক্তব্য রাখেন সকল শিক্ষকবৃন্দ। সহকারী শিক্ষক মোঃ জোনায়েদ রবীন্দ্রনাথের ছেলেবেলা, সৈয়দ নুর রবীন্দ্রনাথের শিক্ষা জীবন, রবিউল আলম রবীন্দ্রনাথের সাহিত্য ও শিল্প এবং আমান উল্লাহ রবীন্দ্রনাথের পুরস্কার ও অর্জন বিষয়ে আলোচনা করেন। মূল আলোচক শ্রী রাজেশ কুমার কানু শিক্ষার্থীদের রবীন্দ্রনাথের জীবনী, তার রচিত কবিতা, ছোট গল্প, উপন্যাস, গান নিয়ে বিস্তর আলোচনা করেন। এ সময় তিনি বলেন, 'রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। সাহিত্যের এমন কোনো বিভাগ নেই যেখানে তার পদচারণা নেই। তিনি বাংলা সাহিত্যকে যেভাবে সমৃদ্ধ করেছেন তা অবর্ণনীয়। বাংলা সাহিত্যকে তিনি সর্বপ্রথম বিশ্ব দরবারে অধিষ্ঠিত করেছেন।'
প্রথম পর্বের আলোচনা শেষে শুরু হয় প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ছিল রবীন্দ্রনাথের সাহিত্য ও জীবনী সম্পর্কিত কুইজ এবং 'ছোটদের রবীন্দ্রনাথ' শীর্ষক রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। শিক্ষকদের আলোচনা থেকে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরে সকল শিক্ষার্থী বেশ উৎফুল্ল ছিল। অনুষ্ঠানের শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু আলোকচিত্র প্রদর্শন করা হয়।