প্রথম আলো চর আলোর পাঠশালায় শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গত ১৩ ও ১৪ অক্টোবর দুই দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম প্রথম আলো চর আলোর পাঠশালা,ঘোগাদহ,কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়।

জাতীয় শিক্ষাক্রম-২০২২ বিষয়ে প্রশিক্ষণ পেলেন প্রথম আলো চর আলোর পাঠশালার ১১ জন শিক্ষক। গত ১৩ ও ১৪ অক্টোবর দুই দিনব্যাপি এই প্রশিক্ষণ কার্যক্রম প্রথম আলো চর আলোর পাঠশালা, ঘোগাদহ,কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুড়িগ্রাম জেলার চার জন মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।

১৩ আক্টোবর মাস্টার ট্রেইনার মিজানুর রহমান (প্রথমিক শাখা) ও মাস্টার ট্রেইনার শহ আলম (মাধ্যমিক শাখা) শিক্ষকদের প্রশিক্ষণ দেন। ১৪ অক্টোবর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মুসা খালিদ (মাধ্যমিক শাখা) ও মাস্টার ট্রেইনার মাহফুজ ই এলাহী (মাধ্যমিক শাখা)।         

প্রশিক্ষণে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়ার মাধ্যমে শিক্ষকগণ পাঠ পরিকল্পনা প্রস্তুত,আনন্দের সহিত পাঠদান প্রক্রিয়া পরিচালনা এবং শিখন কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত ধারণা লাভ করেন। এছাড়া শিক্ষার্থীদের ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ণ সম্পর্কে শিক্ষকবৃন্দ সম্যক ধারণা পান।

উল্লেখ্য, প্রথম আলো চর আলোর পাঠশালাটিতে বর্তমানে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করছে। ২০২৩ সালে পাঠশালাটিতে ৮৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।