দমদমিয়ায় মহান বিজয় দিবস উদ্যাপন
বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া আলোর পাঠশালায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে।
গত শুক্রবার সকাল সাড়ে আটটায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া গ্রামে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর আটটি মনোরম পিটি-প্যারেড প্রদর্শন করে তারা। কুচকাওয়াজ, ডিসপ্লে ও পিটি-প্যারেড পরিচালনা করেন সরকারি শিক্ষক মিলাদুন নবী।
পরে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছেলেদের ১০০ ও ২০০ মিটার দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ,আলু কুড়ানো, মোরগ লড়াই। মেয়েদের বাস্কেট বল, রশি খেলা ও চেয়ার খেলা। এ ছাড়া শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন আলোর পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল ইসলাম, কমিটির সদস্য আমান উল্লাহ কবিরসহ আরও অনেকে।