'আমার মেয়ে ৫ মাইল দূরে থেকে পায়ে হেঁটেই প্রতিদিন ক্লাসে আসে। পড়ালেখায় অনেক আগ্রহী সে। কিন্তু গ্রামের বাড়ি দূরে হওয়ায় অনেক সময় স্কুলে ঠিকমত আসতে পারে না। বিশেষ করে বর্ষার সময়। সেজন্যে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের জন্যেও একটি ছাত্রীনিবাসের(হোস্টেল) ব্যবস্থা থাকলে আরও ভাল হবে।' কথাগুলো বলছিলেন অষ্টম শ্রেণির ছাত্রী হ্লাউপ্রু মার্মার বাবা মংউসাং মার্মা।
কচ্ছপতলী আলোর পাঠশালায় গত ৮ মে ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকায় প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরার সভাপতিত্বে অভিভাবকদের নিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শমূলক আলোচনা করা হয়। আলোচনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
আলোচনা সভায় সিনিয়র শিক্ষক অংথোয়াইচিং মার্মা উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে প্রত্যেক শিক্ষার্থী বিদ্যালয়ে সময়মত উপস্থিত হওয়া, বাড়িতে শিক্ষার্থীরা যেন ঠিক মত পড়ালেখা করে সে দিকগুলো সুনজরে রাখার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। সেই সাথে সিনিয়র শিক্ষিকা চিংচিংনু মার্মা প্রত্যেক শিক্ষার্থীদের জন্মনিবন্ধন সংশোধন, স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহকার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণের জন্যে উৎসাহিত করেন।এতে অভিভাবকদের সহযোগিতার গুরুত্ব তুলে ধরা হয়। পরিশেষে শিক্ষক ও অভিভাবকদের মাঝে সুসম্পর্ক ও মেলবন্ধন নির্মাণের মধ্যে দিয়ে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।