বই পড়া কর্মসূচিতে অংশ নিয়ে পুরুস্কৃত হলো রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা

রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচিতে রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে আনন্দিত।

জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত স্কুলের শিক্ষার্থীদের বই পড়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে অন্যান্য স্কুলের অনেক শিক্ষার্থীদের পাশাপাশি রাজশাহী আলোর পাঠশালার ৫৩ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করেছে। পুরস্কার গ্রহণ করে শিক্ষার্থীরা অনেক আনন্দ প্রকাশ করে। এ পুরস্কার তাদের ভবিষ্যতে আরও বই পড়তে উদ্বুদ্ধ করবে বলে তারা জানায়।

অনুভূতির কথা বলতে গিয়ে অষ্টম শ্রেণির জেসমিন বলে, বই পড়তে তার খুব ভালো লাগে। অবসর সময়ে তার বই পড়ার শখ। বই পড়া থেকে সে ছোট গল্প ও কবিতা লেখার অনুপ্রেরণা পায়। সে এখন কবিতা লিখতে পারে। সুন্দর সুন্দর গল্প ও কবিতার বই পাওয়ায় শিক্ষার্থীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বিশ্ব সাহিত্যকে।

রাজশাহীর জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচিতে রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে আনন্দিত।

নবম শ্রেণির রাহি বলে, তাদের শিক্ষকতা তাদের সব সময় পাঠ্য বইয়ের পাশাপাশি গল্পের বই পড়তে বলেন। বিশ্বসাহিত্য কেন্দ্র তাদের সেই বই পড়ার সুযোগ করে দিয়েছে।

আলোর পাঠশালায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই প্রদান এবং গ্রহণ করে থাকেন সহকারী শিক্ষক মোসা. নাসরিন খাতুন। তিনি জানান, ‘সপ্তাহের নির্দিষ্ট একটা দিনে শিক্ষার্থীদের বই গ্রহণের জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়, এটা আমার খুব ভালো লাগে। শিক্ষার্থীরা বই নিয়ে পড়ার হিড়িক ফেলে। সকলের চোখে মুখে নতুন বই পাওয়ার আনন্দ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও ভালো লাগায়। বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পাওয়ার ভাগীদার হওয়ায় রাজশাহী আলোর পাঠশালা সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।’