দেশি–বিদেশি পর্যটকদের দৃষ্টি কেড়েছে ‘আলোর পাঠশালা’

গত ৪ এপ্রিল প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেছেন স্পেনের এক দল পর্যটক।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, তেমন এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। সামিট গ্রুপের সহায়তায় প্রথম আলো ট্রাস্ট বর্তমানে কুড়িগ্রামে ১টি, রাজশাহীতে ২টি, ভোলায় ১টি, নওগাঁয় ১টি  কক্সবাজারে ১টি, বান্দরবানে  ১ টিসহ মোট ৭ টি স্কুল পরিচালনা করছে। সামিট গ্রুপ ও  আঞ্জুমান অ্যান্ড আজিজ চ্যারিটেবল ট্রাস্টের আর্থিক   সহযোগিতায় স্কুলগুলো পরিচালিত হয়। ৭ টি স্কুলে প্রায় ১৩৫০ শিক্ষার্থী পড়াশোনা করছে। পড়াশোনার পাশাপাশি এই স্কুলগুলোতে উদযাপিত হয় ২১ ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, সরস্বতী পূজা, বার্ষিক খেলাধুলা। বিভিন্ন উৎসবে তখন গ্রামের সব বয়সের নারী-পুরুষ ও শিশুরা বিদ্যালয়ের মাঠে জড়ো হয়। বিদ্যালয়গুলোকে ঘিরে গ্রামের মানুষ এক হয় যা সামাজিক সম্প্রীতি বাড়ায় এবং সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সামিট গ্রুপ ও প্রথম আলো ট্রাস্টের একটি প্রতিনিধি দল প্রথম আলো চর আলোর পাঠশালা পরিদর্শন করে। ১২ জুন প্রথম আলো চর আলোর পাঠাশালা,কুড়িগ্রাম।

দেশের প্রত্যন্ত এলাকায় শিক্ষা আলো পৌঁছে দেওয়ার কারনে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত স্কুলগুলো ইতিমধ্যে দেশি ও বিদেশি পর্যটকদের দৃষ্টি কেড়েছে। সারা বছরব্যাপি পাঠশালাগুলো দেশি–বিদেশি পর্যটক, শিক্ষক, বুদ্ধিজীবী, সরকারী কর্মকর্তা,  উন্নয়ন কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পরিদর্শন করেন । গত ৯ মার্চ কোল ক্ষুদ্র জাতিসত্তার গ্রাম বাবুডাইং ঘুরতে আসেন বেলজিয়াম নাগরিক ও পর্যটক মার্ক। গত ৪ এপ্রিল  স্পেনের আট সদস্যের পর্যটক দল বাবুডাইং আলোর পাঠশালা পরিদর্শন করেন। স্প্যানিশ নাগরিক মার্সে’র নেতৃত্বে পর্যটক দলটির সদস্যরা হলেন– আন্না, এক্সাভিয়ার, পল, আন্না, পাউ, কারলা ও ইউ। এ সময়  পর্যটকেরা আলোর পাঠশালাটি ঘুরে দেখেন, বিদ্যালয় প্রতিষ্ঠার গল্প শোনেন। বিদ্যালয়ের কোল শিক্ষার্থীরা তাঁদের ঐতিহ্যবাহী নাচ-গান পরিবেশন করে। গত ১২ জুন সামিট গ্রুপের একটি প্রতিনিধিদল প্রথম আলো চর আলোর পাঠশালা কুড়িগ্রাম, পরিদর্শন করে।