রাজশাহী আলোর পাঠশালায় চলছে বার্ষিক মূল্যায়ন কার্যক্রম

দলীয় মূল্যায়ন কাজে অংশ নিচ্ছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা।

রাজশাহী আলোর পাঠশালায় গত ৯ নভেম্বর থেকে শুরু হয়েছে নতুন শিক্ষা কারিকুলামের বার্ষিক মূল্যায়ন। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ধারাবাহিক এই মূল্যায়ন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। বার্ষিক মূল্যায়নে প্রতিদিন শিক্ষার্থীদের তিনটি সেশনের দলীয় কাজ মূল্যায়ন করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের আলাদাভাবে নিজ নিজ কাজ, একে অপরের উত্তরপত্র পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের শুভেচ্ছা কার্ড তৈরি, শ্রেণি কক্ষ সাজানো, খেলাধুলা, গান পরিবেশন ও নাটক প্রদর্শন করা হয়।

ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ক দলীয় মূল্যায়ন কাজে অংশ নিচ্ছে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা।

রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় রাজশাহী আলোর পাঠশালার অবস্থান। পাঠশালাটি একেবারে পদ্মা নদীর তীরে। সুশীতল বাতাস ও খোলামেলা পরিবেশ বিদ্যালয়টির সৌন্দর্য বাড়িয়েছে। বিদ্যালয়টিতে শিক্ষার্থীরা অনন্দময় পরিবেশে পড়াশোনায় মনোনিবেশ করছে। নতুন কারিকুলামের বার্ষিক মূল্যায়নের পাশাপাশি অন্য ক্লাসের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে ১৩ নভেম্বর থেকে, চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

শিল্প ও সংস্কৃত বিষয়ক দলীয় মূল্যায়ন কাজে অংশ নিচ্ছে সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় রাজশাহী আলোর পাঠশালাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। এসব স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।