সহপাঠ্যক্রমিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার পেয়েছে দমদমিয়া আলোর পাঠশালা

সহপাঠ্যক্রমিক প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনটি ইভেন্টে পুরস্কার জিতেছে দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রযাত্রার আয়োজনে সহপাঠ্যক্রমিক প্রতিযোগিতায় অংশ নিয়েছে দমদমিয়া আলোর পাঠশালা। গত ১৪ আগস্ট ( বুধবার) টেকনাফের জাদিমুড়া এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহপাঠ্যক্রমিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে অংশ নিয়ে পুরস্কার জিতেছে দমদমিয়া আলোর পাঠশালার শিক্ষার্থীরা। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে পাঠশালার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দুল আমিন, বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী উজ্জ্বল রহমান এবং মাইন্ড কনসেনট্রেশন গেমে অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসমিন আক্তার।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাদিমুড়া এম আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকের আহম্মেদ।

বিজয়ী শিক্ষার্থীরা পুরস্কার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সৈয়দুল আমিন বলে, ‘আমি অত্যন্ত খুশি। পড়ালেখার পাশাপাশি আমি আঁকতে পছন্দ করি। ভবিষ্যতে চারুকলা বিষয়ে পড়তে চাই।’

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২ টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।