একটি গাছ, একটি ভবিষ্যৎ

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালায় গত ১৬ জুলাই ২০২৫ বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।সকাল ১১.০০ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এবারের স্লোগান ছিল ' গাছ লাগান, পরিবেশ বাঁচান, একটি গাছ, একটি ভবিষ্যৎ।' এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

অনুষ্ঠান শুরু হয় সকাল ১১.০০ ঘটিকার সময় বিদ্যালয় প্রাঙ্গনে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কচ্ছপতলী আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্বনাথ তংচংগ্যা, চেয়ারম্যান, ৩ নং আলেক্ষ্যং ইউনিয়ন, লাপ্রাদ ত্রিপুরা, প্রধান শিক্ষক, কচ্ছপতলী আলোর পাঠশালা, নুমংপ্রু মার্মা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, মিলু তংচংগ্যা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। চারা বিতরণের পূর্বে মিলু তংচংগ্যা চারা রোপণের সঠিক নিয়মাবলি ও পরিচর্যা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশ্বনাথ তংচংগ্যা বলেন, ' গাছ লাগানো পরিবেশ ও মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছপালা আমাদের অক্সিজেন সরবরাহ করে, কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং পরিবেশকে শীতল রাখে। এছাড়াও, গাছ থেকে আমরা ফল, কাঠ, ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাই। তাই, বেশি করে গাছ লাগানো উচিত এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখা উচিত।' প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা বলেন, প্রাণীকুল উদ্ভিদের উপর নির্ভর করে থাকে। আমাদের বেঁচে থাকার জন্য যে অক্সিজেনের প্রয়োজন হয় তা আমরা গাছ থেকে পেয়ে থাকি। পৃথিবীতে যত বেশি গাছ রোপন করা হবে তত বেশি আমরা সুন্দরভাবে বাঁচতে পারব। গাছ কার্বণ-ডাই-অক্সাইড গ্রহণ করে পরিবেশকে দূষণমুক্ত রাখে। এখান থেকে বলা যায় জীবজগতের অস্তিত্ব রক্ষায় গাছের ভূমিকা অপরিহার্য। এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য বিদ্যালয় পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।