ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন
দমদমিয়া আলোর পাঠশালায় আজ ডেঙ্গু সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার প্রতিপাদ্য ছিল, ‘আতঙ্ক নয়, সচেতনতায় ডেঙ্গু হতে পরিত্রাণ’। এ উপলক্ষে সকাল দশটায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু। সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জনাব জোনায়েদ, জনাব সৈয়দ নুর, জনাব আমান উল্লাহ।
আলোচনা সভায় শিক্ষকগণ এডিস মশার বংশবৃদ্ধি রোধের উপায়, এডিস মশা চেনার উপায়, ডেঙ্গু জ্বরের লক্ষ্মণ,ডেঙ্গু জ্বরের চিকিৎসা ও ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন। শিক্ষার্থীদের বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বদ্ধ পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে সকল শিক্ষার্থীদের তাদের প্রতিবেশীদের সচেতন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
পরে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের দ্বারা বিভিন্ন পোস্টার এবং দেয়ালিকা তৈরি করে প্রদর্শন করা হয়। যা থেকে শিক্ষার্থীরা সচিত্র ডেঙ্গু জ্বর ও সচেতনতামূলক জ্ঞান অর্জন করে।
এরপর শিক্ষার্থীদের নিয়ে ডেঙ্গু জ্বর সংক্রান্ত সাধারণ জ্ঞানের একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ওয়াসফিয়া এবং তৃতীয় স্থান অধিকার করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন। বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে পোস্টার ও দেয়ালিকা তৈরিতে সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদেরও পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।