বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

কচ্ছপতলী আলোর পাঠশালায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

প্রথম আলোর ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় পাঠশালার শিক্ষার্থীরা। ক্রীড়া প্রতিযোগিতার ২০টি ইভেন্টের মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফ, উচ্চ লম্ফ, স্কিপিং দৌড়, মোরগ লড়াই, বল নিক্ষেপ, স্মৃতি শক্তি পরীক্ষা ইত্যাদি।

 প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রোয়াংছড়ি উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মো.সাইফুল ইসলাম। এ ছাড়া বান্দরবান জেলার প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি চাইনিং মার্মাসহ অন্যান্য সক্রিয় সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিভাবকদের উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

দীর্ঘ লম্ফ ও স্মৃতি শক্তি পরীক্ষায় প্রথম স্থান এবং ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির জয়ন্তী ত্রিপুরা।

ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লম্ফ ও স্মৃতি শক্তি পরীক্ষায় প্রথম স্থান এবং ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অর্জন করে সপ্তম শ্রেণির জয়ন্তী ত্রিপুরা। জয়ন্তী জানান, খেলায় অংশ নিয়ে অনেক আনন্দ পেয়েছি। আর পুরস্কার পেয়ে আরও ভালো লাগছে। প্রতি বছর এ ধরনের খেলাধুলার আয়োজন করায় প্রিয় শিক্ষক ও প্রথম আলো ট্রাস্টকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’

দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আগত অন্যান্য ব্যক্তিবর্গ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় মনোযোগী হতে ‘সুস্থ দেহ সুস্থ মন’ অর্থাৎ শরীর চর্চার মধ্য দিয়ে মনকে সুন্দর ও সবল রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করার কথা বলেন তাঁরা। এ ছাড়াও শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে প্রথমবারের মতো ‘ইয়ারলি বেষ্ট অফ পারফরমার পুরস্কার, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তকারী পুরস্কার’ প্রদান করা হেয়েছে এবার। শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাংস্কৃতিক নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপিত হয়।