প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবস্থিত।
বিজয় দিসব উপলক্ষ্যে সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর শরীর চর্চা প্রদর্শন করে । এরপর শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক খেলাধুলার আয়োজন করা হয়। খেলাধুলার ইভেন্টের মধ্যে ছিল দৌড়, দীর্ঘ লম্ফ, মোরগ লড়াই, মার্বেল দৌড়, মোমবাতি দৌড়, বালিশ পাচার, জলেডাঙ্গা এবং ফুটবল ম্যাচ। বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি পাঠশালার অভিভাবক, গ্রামবাসী, অতিথিবৃন্দ অংশ নেয়।
খেলাধূলার দ্বিতীয় পর্বে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল ম্যাচে পাঠশালার বালক ও বালিকারা দুটি দলে বিভক্ত হয়ে পৃথকভাবে অংশগ্রহণ করে।
ফুটবল ম্যাচ শেষে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার দেওয়া হয়।
প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তারসিলা সরেন বলে, "ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পেরে আমি অনেক খুশি। আমি এই ফুটবল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছি । আমি ভবিষ্যতে একজন ফুটবলার হতে চায়।পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল আজিজ সমাপনী বক্তব্য প্রদান করেন।
প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে।