রাজশাহী আলোর পাঠশালা পরিদর্শন করলেন দুই জার্মান নাগরিক

রাজশাহী আলোর পাঠশালা পরিদর্শন করলেন জার্মান দুই নাগরিক ক্যারোলিন স্টেটার ও ফেলিসিটাস ফন ক্যাম্পেনহাউসেন। তাঁরা জার্মান সরকারের কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তা।ছবি: প্রথম আলো।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালা পরিদর্শন করলেন জার্মান দুই নাগরিক ক্যারোলিন স্টেটার ও ফেলিসিটাস ফন ক্যাম্পেনহাউসেন। তাঁরা জার্মান সরকারের কেএফডব্লিউ ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তা। গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয়টি ঘুরে দেখেন তাঁরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন। পরিদর্শক দলে আরও উপস্থিত ছিলেন কেএফডব্লিউর (বাংলাদেশ) পোর্টফোলিও কো-অর্ডিনেটর দেবা ফারাহ হক এবং ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর প্রধান ড. গোলাম রাব্বানী।

ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) ও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রেসকিউ প্রকল্পের মাঠকর্মের অংশ হিসেবে রাজশাহী আলোর পাঠশালা পরিদর্শন করেন তাঁরা। পাঠশালার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে উৎসাহ উদ্দীপনা দেখে তাঁরা মুগ্ধ হন। শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এই দল। শিক্ষার্থীদের লক্ষ্য, বড় হয়ে কী হতে চায়—এ সব বিষয়ে জানতে চান। একই সঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল আগামীর জন্য নানা দিক নির্দেশনা দেন। মেয়েদের বাল্যবিবাহ সম্পর্কে সচেতন করেন। নিরাপদ পানির সঠিক ব্যবহার এবং স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে সচেতন করেন। এই সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। কুড়িগ্রামে ১ টি, রাজশাহীতে ২ টি, ভোলায় ১ টি, নওগাঁয় ১ টি, টেকনাফে ১টি ও বান্দরবানে ১টি করে সাতটি স্কুলে মোট ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।