'নিজের রক্তের গ্রুপ জানি, নিজের গ্রুপের বন্ধুদের চিনি' এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তে গ্রুপ নির্ণয় করা হয়েছে। আজ সোমবার কুড়িগ্রাম বন্ধুসভা প্রথম আলো চর আলোর পাঠশালার শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে। প্রথম আলো বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়ের এই আয়োজন করা হয়।
প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমের উদ্ধোধন করেন। শিক্ষার্থীদের ভয় দূর করতে আলোর পাঠশালার সহকারী শিক্ষক মামুন উর রশীদ প্রথমে রক্তের গ্রুপ পরীক্ষা করান। পরে একে একে পাঠশালার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
আয়োজন প্রসঙ্গে বন্ধুসভার সহসভাপতি সিরাতুল জান্নাত লিজা বলেন, ‘প্রতিবছর শীত ও বন্যায় বন্ধুসভা চরের মানুষের জন্য নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। সারা বছরজুড়ে বন্ধুসভা অনেক ভালো উদ্যোগের সঙ্গে যুক্ত থাকে। এ বছর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম বন্ধুসভা চরের শিক্ষার্থীদের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করলো। এতে করে শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ জানবে এবং নিজ রক্তের গ্রুপের বন্ধুদের সহজে চিনতে পারবে।’
প্রথম আলো চর আলোর পাঠশালার প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, ‘বন্ধুসভার বন্ধুদের সহযোগিতায় আজ আলোর পাঠশালার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হলো। আমাদের আলোর পাঠশালার শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানা ছিল না। এজন্য আমরা তাদের আইডি কার্ডে রক্তের গ্রুপ লিখতে পারিনি। এবছর থেকে সবাই তাদের রক্তের গ্রুপ জানলো। আমরা একটি খাতায় শিক্ষার্থীদের রক্তের গ্রুপের ডাটাবেইজ তৈরি করে রাখলাম। ভবিষ্যতে তাদের আইডি কার্ডে ব্যবহার করা যাবে। বন্ধুসভাকে ধন্যবাদ আলোর পাঠশালায় এতো সুন্দর একটি আয়োজন করার জন্য।’
বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রথম আলো চর আলোর পাঠশালার উপদেষ্টা সফি খান, বন্ধুসভার বন্ধু– আজিজুল হক, হৃদয় রায়, শাকিল আহমেদ, আবদুর রহিম বাদশা, রিয়েল, শিমু, লিজা, ভরসা, ফরিদুল, আতিক ও এনামুল হক ।
রক্তের গ্রুপ নির্ণয় শেষে বন্ধুসভার বন্ধুরা আলোর পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে কেক কেটে বন্ধুসভার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকিী উদযাপন করে।