২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় দেয়াল পত্রিকা প্রকাশ
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কচ্ছপতলী আলোর পাঠশালা দেয়াল পত্রিকা প্রকাশ করেছে। আজ ২১ ফেব্রুয়ারি পাঠশালার শিক্ষার্থীদের উদ্যোগে দেয়াল পত্রিকাটি প্রকাশিত হয়। পাঠশালার সহকারী শিক্ষক অংথোয়াইচিং মারমা পত্রিকা প্রকাশে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। দেয়াল পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা। শিক্ষার্থীরা মহান শহীদ দিবসকে কেন্দ্র করে নিজেদের অনুভূতি গল্প ও কবিতার মাধ্যমে দেয়াল পত্রিকায় তুলে ধরেন।
আজ একুশে ফেব্রুয়ারি; আমাদের ভাষাশহীদ দিবস। একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর সব জাতিগোষ্ঠীর মানুষের মাতৃভাষার অধিকার ও মর্যাদার স্বীকৃতি স্মরণ করিয়ে দেওয়ার এই দিন আমাদের বিশেষভাবে আবেগময় স্মৃতি বহন করে। কারণ, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে আমাদের তরুণেরা ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন। আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি ভাষাশহীদ সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউরসহ সবাইকে।
উল্লেখ্য সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় কচ্ছপতলী আলোর পাঠশালা পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়।