দমদমিয়া আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

২৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার দমদমিয়া আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

২৪ এপ্রিল রোজ বৃহস্পতিবার প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালায় এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল দশ ঘটিকায় অনুষ্ঠান শুরু হয়৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, প্রধান শিক্ষক শ্রী রাজেশ কুমার কানু, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নুরুল কবির, দাতা সদস্য সৈয়দুল আমিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহকারী শিক্ষকবৃন্দ। সমাবেশে স্কল অভিভাবক, গ্রামবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষকের সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সমাবেশের মূল আলোচ্য ছিল, সম্প্রসারিত ভবনের কাজ সম্পন্ন করা, শিক্ষার মান উন্নয়নে করণীয় এবং মাধ্যমিক পর্যায় চালু করার প্রসঙ্গ।

অভিভাবকবৃন্দ আগামী শিক্ষাবর্ষ হতে ষষ্ঠ শ্রেণির পাঠদান চালু করার প্রসঙ্গে জোর দাবি জানায়। এখানে উল্লেখ্য যে দমদমিয়া আলোর পাঠশালায় বর্তমানে প্রাক-প্রাথমিক  হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান চালু আছে। তবে দমদমিয়ার আট কিলোমিটার দূরত্ব পর্যন্ত কোনো মাধ্যমিক বিদ্যালয় নেই। এজন্য অভিভাবকবৃন্দ তাদের সন্তানদের মাধ্যমিক পর্যায়ে পড়াতে অনেক সমস্যা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পাশাপাশি উক্ত এলাকার বেশিরভাগ মানুষ হত দরিদ্র হওয়ার কারণে অনেকেই তাদের সন্তানদের মাধ্যমিক পর্যায়ে পড়াতে পারেন না। এজন্য অনেক সম্ভাবনাময় জীবন অকালেই ঝড়ে যায়। এজন্য উপস্থিত সকলের অনুরোধ ছিল যদি দমদমিয়া আলোর পাঠশালায় মাধ্যমিক পর্যায়ের পাঠদান চালু হয় তাহলে এলাকাবাসী উপকৃত হবে। সেইসাথে সকলে প্রথম আলো ট্রাস্ট এর বর্তমান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সকলের মতামত গ্রহণ করে প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন উপস্থিত সকলকে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে প্রথম আলো ট্রাস্ট এর নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।