টেকনাফে আলোর পাঠশালাসহ কৃষক-কৃষাণীদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ
প্রথম আলো ট্রাস্ট কর্তৃক পরিচালিত কক্সবাজারের টেকনাফের হ্নীল দমদমিয়া আলোর পাঠশালাসহ উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯০০ জন উপকারভোগী কৃষক-কৃষাণীদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বিনা মূল্যে এ চারা বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় উপজেলার নির্বাচিত কৃষক-কৃষাণীদের মাঝে কৃষি অধিদপ্তরে মাধ্যমে ৯০০ জনকে ৪ হাজার ৫০০টি উন্নত মানের নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার কৃষি অধিদপ্তরের সামনে চারা বিতরণ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান এবং সভা সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিউল আলম কুতুবী, নারী নেত্রী কুলসুমা বেগম প্রমুখ।
মঙ্গলবার প্রথম আলোর ট্রাস্ট কর্তৃক পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার প্রধান শিক্ষক রাজেশ কুমার কানুর হাতে ১০টি গাছের চারা তুলে দেন কৃষি কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম। এ সময় সঙ্গে ছিলেন সরকারি শিক্ষক বাবুল ইসলাম ও রবিউল আলম।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম বলেন, কৃষি অধিদপ্তরের সকল কাজ প্রশংসনীয়। চারার মাধ্যমে পর্যটন নগরী টেকনাফে নারিকেল উৎপাদনে অবদান রাখবে এবং পর্যটকদের ডাবের চাহিদা পূরণ করবে বলে আমি মনে করি। উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম বলেন, উন্নত মানের এ নারিকেল চারা দ্রুত সময়ের মধ্যে ফলন পাওয়া যাবে।