গণিত উৎসব নতুন জ্ঞান অন্বেষণে প্রেরণা জুগিয়েছে

কুয়াশাচ্ছন্ন শীতের সকালে গণিত উৎসবে হাজির হয়েছে শিক্ষার্থীরা। গত ২৬ জানুয়ারি সকালে রংপুর জিলা স্কুল মাঠে।

গত ২৬ জানুয়ারি রংপুর জিলা স্কুলে গণিত উৎসব অনুষ্ঠিত হয়েছিল। আনন্দঘন পরিবেশে উক্ত গণিত উৎসবে আমি অংশগ্রহন করেছিলাম। গণিত উৎসবে অংশগ্রহের মাধ্যমে আমি জানতে পারলাম পাঠ্যবইয়ের বাইরেও অনেক কিছু জানার আছে। প্রতিযোগিতা সকলকে নতুন কিছু জানার জন্য আগ্রহী করে তোলে। গণিত উৎসব আমাকেও নতুন জ্ঞান অন্বেষণে প্রেরণা জুগিয়েছে।

এই প্রতিযোগিতার মাধ্যমে আমি নতুন শিক্ষক, নতুন শিক্ষার্থী ও নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হবার সুযোগ পেয়েছি। সেই সঙ্গে এই প্রতিযোগিতা আমার মনে সাহস জুগিয়েছে। আমরা চরে বসবাস করি। দূর্গম পথ পাড়ি দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমার পাঠশালার শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি কৃতজ্ঞাতা জানাই। তাঁরা কষ্ট করে আমাদেরকে নিয়ে গণিত অলিম্পিয়াডে অংশ নিতে এসেছিলেন। গণিত উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত।

উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।