শিক্ষার্থীদের জন্য নতুন বই গ্রহণ

উপজেলা শিক্ষা কর্মকর্তার মো. এমদাদ হোসেন চৌধুরী ও সহকারী শিক্ষা কর্মকর্তা আশীয় বোসের কাছ থেকে নতুন গ্রহণ করছেন দমদমিয়া আলোর পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল ইসলাম।

টেকনাফ উপজেলায় ১০৭টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১ লাখ ৫৭ হাজার ৪৮৬টি বই বিতরণ করা হবে। এরই ধারাবাহিকতায় আজ বুধবার সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তার মো. এমদাদ হোসেন চৌধুরী ও সহকারী শিক্ষা কর্মকর্তা আশীয় বোসের নেতৃত্বে বিতরণী পর্ব শুরু হয়েছে। প্রথম আলোর ট্রাস্ট কর্তৃক পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার ১৭৫ জন শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যের এই বই গ্রহণ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল ইসলাম। বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে নতুন বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।

টেকনাফ উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন বছরের বই গ্রহণ করছে উপজেলা শিক্ষা অফিস।

বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি, এ রকম কয়েকটি এলাকায় শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে প্রথম আলো ট্রাস্ট। অবহেলিত এসব এলাকার শিশুরা শিক্ষার পরিবর্তে অল্প বয়সেই বিভিন্ন কায়িক শ্রমের সঙ্গে জড়িয়ে পড়ত।

সামিট গ্রুপের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের উদ্যোগ ও ব্যবস্থাপনায় এসব দুর্গম এলাকায় ছয়টি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। ছয়টি স্কুলে মোট ১ হাজার ৩০০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।