মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
১৬ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের প্রথম অধিবেশন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পিটি প্যারেড প্রদর্শন করে।
সকাল ১০টা বালক-বালিকাদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। ক খ গ ঘ চারটি গ্রুপে বালক-বালিকাদের বিভক্ত করে খেলা পরিচালনা করা হয়। দৌড়, দীর্ঘ লম্ফ, মোরগ লড়াই, মার্বেল দৌড়, মোমবাতি দৌড়, বালিশ পাচার, জলেডাঙ্গা এবং ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
দ্বিতীয়ার্ধে বিকেল ৩টায় বালিকাদের জমজমাট ফুটবল ম্যাচ এবং বিকেল ৩টা ৪০ মিনিটে বালকদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪টা ৩০ মিনিটে গ্রামের বয়স্ক লোকদের নিয়ে হাঁড়িভাঙা খেলা পরিচালিত হয়। বিকেল ৫টা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
বিজয় দিবসে খেলায় অংশগ্রহণ করতে পেরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোসা. নাউমী খাতুন জানায়, ‘বিজয় দিবসে প্রত্যেকটি খেলায় আমার অনেক ভালো লেগেছে। তার মধ্যে মোমবাতি দৌড় আমার কাছে নতুন খেলা ছিল। মোমবাতি দৌড় খেলাটি আমি প্রথম খেললাম। ধন্যবাদ জানাই প্রথম আলো ট্রাস্ট ও সকল শিক্ষকদের এ রকম সুন্দর আয়োজনের জন্য।’
বিজয় দিবস উপলক্ষে ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পেরে ৮ম শ্রেণির শিক্ষার্থী তারসিলা সরেন বলে, ‘ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পেরে আমি অনেক খুশি। আমি এই ফুটবল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছি। তাই আমি খুবই খুশি। আমি একজন ফুটবলার হতে চাই। সেই সঙ্গে ধন্যবাদ জানাই প্রথম আলো ট্রাস্ট ও আমার প্রাণপ্রিয় শিক্ষকদের।’
পুরস্কার বিতরণ শেষে বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুল আজিজ তাঁর সমাপনী বক্তব্যের শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।