ডেঙ্গু প্রতিরোধে দমদমিয়া আলোর পাঠশালার শোভাযাত্রা ও নাটক প্রদর্শণ

রোয়াংছড়ির কচ্ছপতলীতে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নাটক ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোয়াংছড়ির কচ্ছপতলীতে এডিস মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক নাটক ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ আগস্ট, কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা  প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে কচ্ছপতলীর নয়টি পাড়া প্রদক্ষিণ করে। পাঠশালার শিক্ষক–শিক্ষার্থীর সচেতনতামূলক বক্তব্যসহ প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি কচ্ছপতলী পাড়া, কচ্ছপতলী বাজার পাড়া, মংপ্রু পাড়া, গুড়া পাড়া, বম পাড়া, ওয়াব্রেইং পাড়া, নারাইম্রং পাড়া, মংবাউ পাড়া এবং থলি পাড়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালায়।

শোভাযাত্রা শেষে থলি পাড়ায় আলোচনা সভা , নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পাঠশালার শিক্ষার্থীরা অংশ নেয়।  আলোচনা সভায় পাঠশালা পরিচালনা কমিটির সদস্য নুমংপ্রু মারমা, পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা’ পরিচালনা করছে।