দমদমিয়া আলোর পাঠশালায় জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস উপলক্ষে দমদমিয়া আলোর পাঠশালায় আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দমদমিয়া আলোর পাঠশালায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। পাঠশালার উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতা৷

জাতীয় শোক দিবস উপলক্ষে পাঠশালা প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। প্রতিযোগিতা শেষে শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন পাঠশালা পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক রাজেশ কুমার কানু, সহকারী শিক্ষক রবিউল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংস ও মর্মস্পর্শী এক হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের মানুষ হারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকেরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তিনি স্থান নিয়েছেন বাংলাদেশের মানুষের হৃদয়ে।

আলোচনা সভা শেষে আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালাটি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়টিতে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।