স্বাস্থ্য অলিম্পিয়াডে বিজয়ী হয়েছে রাজশাহীর আলোর পাঠশালা রাহি ও সুরাইয়া

স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪ জাতীয় পর্যায়ে বিজয়ী রাজশাহী আলোর পাঠশালার নবম শ্রেণির রাহি ও অষ্টম শ্রেণির সুরাইয়া পারভিন। গতকাল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও রাজশাহী আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুনের সঙ্গে বিজয়ীরা।

যক্ষ্মারোগের বিস্তার রোধ ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  প্রথমবারের মতো আয়োজন করা হলো স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪। গতকাল শুক্রবার রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে রাজশাহী ও রংপুর বিভাগের ১২টি জেলায় আঞ্চলিক অলিম্পিয়াড এবং সারা দেশের শিক্ষার্থীদের জন্য অনলাইনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। আঞ্চলিক অলিম্পিয়াড ও অনলাইনে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৫৫০ শিক্ষার্থী জাতীয় পর্বে অংশ নেয় ।

স্বাস্থ্য অলিম্পিয়াড ২০২৪ জাতীয় পর্যায়ে রাজশাহী আলোর পাঠশালার নবম শ্রেণির রাহি ও অষ্টম শ্রেণির সুরাইয়া পারভিন বিজয়ী হয়েছে।

আঞ্চলিক পর্বে বিজয়ীদের মধ্যে রাজশাহী আলোর পাঠশালা ও গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা ছিল। তাই জাতীয় পর্বে ডাক পায় তারা। রাজশাহী আলোর পাঠশালা থেকে ৭ জন এবং গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা থেকে ৩ জন অলিম্পিয়াডের জাতীয় পর্বে অংশ নেয়। জাতীয় পর্বে প্রাথমিক, জুনিয়র ও সেকেন্ডারি—এই তিন ক্যাটাগরিতে স্বাস্থ্যবিষয়ক কুইজ ও দেয়ালিকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনটি ক্যাটাগরিতে মোট ৮০ জন বিজয়ীর মধ্যে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালা থেকে জুনিয়র ক্যাটাগরিতে অষ্টম শ্রেণির সুরাইয়া পারভিনও সেকেন্ডারি  থেকে নবম শ্রেণির রাহি বিজয়ী হয়েছে। এ ছাড়া দেয়ালিকা প্রতিযোগিতায় গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালা থেকে ৩ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতায় প্রাথমিকে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার বিয়াম মডেল স্কুল ও কলেজের নিশাত তাসনিম, জুনিয়রে রাজশাহীর শহীদ নাজমুল হক বালিকা উচ্চবিদ্যালয়ের খাদিজাতুল কুবরা ও সেকেন্ডারিতে রংপুর জেলা স্কুলের মো. তৈমুর হাসান।

স্বাস্থ্য বিষয়ে দেয়ালিকা প্রতিযোগিতায় অংশ নেয় গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার ৩ জন শিক্ষার্থী।

দলভিত্তিক দেয়ালিকা প্রতিযোগিতায় এই তিন বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁর চক্রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল।

উল্লেখ্য, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) পরিচালনায় প্রথম আলো স্কুলের শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য ছড়িয়ে দিতে এবং যক্ষ্মারোগের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউএসএআইডির সহায়তায় প্রচার চালিয়ে আসছে।