নিজেদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধা জানাল শিক্ষার্থীরা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

সাত দিন আগে থেকে চলছে শিক্ষার্থীদের প্রস্তুতি। দূর থেকে মাটি সংগ্রহ করে নিয়ে এসে মাটির বেদি তৈরি করা হয়। এরপর বাঁশ দিয়ে শহীদ মিনারের কাঠামো তৈরি করা হয়। শিক্ষার্থীরা সে বেদিতে আলপনা আঁকে। এ ছাড়া বিদ্যালয়ের মাটির দেয়ালও লেপেপুঁছে ঝকঝকে করে তাতে আলপনা আঁকে তারা। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য বিদ্যালয়েই তৈরি করে ফুলের ডালা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরা। গতকাল বুধবার আলোচনা সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।

শিক্ষকেরা বলেন, গতকাল সকাল থেকে একে একে শিক্ষার্থীরা বিভিন্ন ফুল নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে এসে উপস্থিত হয়। শিক্ষার্থীদের সঙ্গে আসেন অভিভাবকও। সকাল সাড়ে নয়টায় শুরু হয় প্রভাতফেরি। প্রভাতফেরি শেষে শহীদ মিনারে দেওয়া হয় শ্রদ্ধাঞ্জলি। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শুরুতে বাঙালি শিক্ষার্থী ও কোল শিক্ষার্থীরা নিজেদের ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ গানটি গেয়ে শোনায়। শিক্ষার্থীদের সঙ্গে কণ্ঠ মেলান অভিভাবকেরাও।

বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি কার্তিক টুডু, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস, উদীচী চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক আমিরুল মোমেনিন, বিনা মূল্যে রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন লাল বর্ণের প্রতিষ্ঠাতা রকিবুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর।

হান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার ক্ষুদে শিক্ষার্থীরা ফুল নিয়ে হাজির হয়।

সবশেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সুলতানা রাজিয়া।

অভিভাবক রুমালি হাসদা বলেন, ‘স্কুল হওয়ার পর বছর বছর একুশের অনুষ্ঠানে আসিয়া বুঝতে পারিছি একুশ কী জিনিস। একুশ না হইলে বাংলাদেশ জিততে পারত না। হামাদের গিদরিকুয়াগালা (শিশুরা) মায়ের ভাষায় একুশের গান গাহিছে, হামিও অরঘেসোথে গাহিছি।’

নবম শ্রেণির শিক্ষার্থী সুরমিলা হাসদা বলে, ‘বছরের এ দিনটির জন্য আমরা অপেক্ষা করে থাকি। আমরা নিজেরাই শহীদ মিনার বানাই, আলপনা আঁকি। এক সপ্তাহ ধরে আমরা দল বেঁধে এ কাজ করি।’