প্রথম আলো চরে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন

প্রথম আলো চরে উদ্‌যাপন হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান ১৪৩২।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত প্রথম আলো চর আলোর পাঠশালায় দুই দিনব্যাপী জাঁকজমক এবং উৎসব মুখর পরিবেশে উদ্‌যাপিত হয় বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। পহেলা বৈশাখকে কেন্দ্র করে অত্র স্কুলের শিক্ষার্থী, অভিভাবক এবং চরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আনন্দে মেতে ওঠে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিন বিভিন্ন খেলাধুলায় মেতে ওঠে বিভিন্ন বয়সী মানুষ। দিনব্যাপী চলে হাডুডু, গোল্লাছুট, দাড়িয়াবান্ধা, হাঁড়িভাঙাসহ বিভিন্ন খেলাধুলা। চরের মহিলারাও এ খেলাধুলা বেশ উপভোগ করে। পরের দিন অর্থাৎ পহেলা বৈশাখের দিনে অনুষ্ঠিত হয় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দ শোভাযাত্রায় স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও চরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উভয়দিন স্কুল প্রাঙ্গণের একপাশে বসে বৈশাখী মেলা। মেলায় বিভিন্ন রকম দোকানের সমারোহ চরের মানুষজনের মধ্যে আনন্দের উপলক্ষ আরও বাড়িয়ে তোলে। মেলায় বসে বিভিন্ন রকমের খেলনার দোকান, মুড়ি মুড়কি, সন্দেশ, জিলাপিসহ মুখরোচক আরও নানা খাবারের দোকান। নারী-শিশুসহ সকল মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ ছিল মুখরিত।

এরপর সন্ধ্যায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। চরের মানুষের বিনোদনের তেমন সুযোগ না থাকায় তারা অধীর আগ্রহে উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্য অতিথি শিল্পীদের পরিবেশনায় নেচে গেয়ে উপভোগ করেন উপস্থিত লোকজন। মনোজ্ঞ এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আশপাশের বেশ কয়েকটি চরের লোকজনও যোগ দেয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক এবং সভাপতিত্ব করেন সাংবাদিক সফি খান।