রেসমিনার টুডু এবার এইচএসসি পরীক্ষার্থী

গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী রেসমিনা টুডু ।

গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার সাবেক শিক্ষার্থী রেসমিনা টুডু এবার এইচএসসি পরীক্ষা দেবেন। নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন।

গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালা থেকে জিপিএ-৩.৪৪ পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করেন রেসমিনা।

রেসমিনার টুডুর বাবা জয়রাম টুডু পেশায় কৃষক। কৃষি কাজ করে স্ত্রী ও তিন সন্তান নিয়ে তাঁর সংসার। নিজের অক্ষরজ্ঞান নেই কিন্তু তিনি জানেন, পড়াশোনার বিকল্প নেই। তাই নিজের সামর্থ্যের মধ্যে যতটা সম্ভব তিনি তাঁর ছেলেমেয়েদের পড়াশোনা করাতে চান।

২০১৪ সালে মেয়ে রেসমিনা টুডুকে গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালার সপ্তম শ্রেণিতে ভর্তি করান। রেসমিনা ছাত্রী হিসেবে ভালো। রেসমিনা জানান, পড়াশোনা চালিয়ে যাব, বাবা-মাকে সাহায্য করতে চাই।'

জয়রাম টুডু বলেন, 'আলোর পাঠশালা না থাকলে মেয়েকে পড়াশোনা করানো কঠিন হয়ে যেতো। আলোর পাঠশালার শিক্ষকেরা মেয়েকে সাহায্য করেছেন। আমরা সব সময় কৃতজ্ঞতা থাকবে সকলের কাছে। আমার ছেলেমেয়ে সকলের জন্য আপনাদের আশীর্বাদ চাই।'