রাজশাহী আলোর পাঠশালায় নববর্ষ উদ্‌যাপন

রাজশাহী আলোর পাঠশালার শিক্ষক ও শিক্ষার্থীরা নববর্ষ উদ্‌যাপন করেছে।

গতকাল ছিল বাংলা বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ-১৪৩০। নববর্ষের এই দিনটি বরণ করতে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালা নানা অনুষ্ঠানের আয়োজন করে।

বৈশাখের প্রথম দিনটি বরণ করতে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ‘এসো হে বৈশাখ এসো এসো…. ’ গানটি পরিবেশনের মাধ্যমে বৈশাখকে স্বাগত জানায় শিক্ষার্থী ও শিক্ষকগণ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক সবাই মিলে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, ‘বেশ অনেক আনন্দ লাগছে, এই দিনটির জন্য অপেক্ষা করেছিলাম। রোজার মাস আর খুব বেশি গরম না পড়লে আরও মজা করতে পারতাম।’

বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন, কবিতা পাঠ পর্বের পর আলোচনায় অংশগ্রহণ করে। আলোচনায় আলোর পাঠশালার প্রধান শিক্ষক রেজিনা খাতুন বলেন, বাংলা নববর্ষ বাঙালির সর্বজনীন উৎসব। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষ এতে অংশগ্রহণ করে। আমরা যেন এই চেতনাকে ধারণ করে বাঙালির ঐতিহ্যকে ধরে রাখতে পারি।’

উল্লেখ্য, সামিট গ্রুপের সহাযোগিতায় রাজশাহী আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।