দুই ক্যাটাগরিতেই প্রথম স্থান অধিকার করেছে রাজশাহী আলোর পাঠশালা

প্লাস্টিক-ফ্রি ক্যাম্পাস প্রকল্পের আওতায় গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৪ অনুষ্ঠানে অংশ নেয় রাজশাহী আলোর পাঠশালার অর্ধশত শিক্ষার্থী। আজ রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে।

প্লাস্টিক-ফ্রি ক্যাম্পাস প্রকল্পের আওতায় গ্র্যাজুয়েশন সেরিমনি-২০২৪ অনুষ্ঠিত হলো। আজ রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান উদ্‌যাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অংশ নেয় রাজশাহী আলোর পাঠশালার অর্ধশত শিক্ষার্থী। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত সেকেন্ডারি এবং জুনিয়র দুইটি ক্যাটাগরিতে প্রত্যেক শ্রেণির শিক্ষার্থীরা ২টি করে প্রজেক্ট তৈরি করে। সেই প্রজেক্ট প্রদর্শন করা হয়। এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক।

জুনিয়র ক্যাটাগরিতে অষ্টম শ্রেণির প্রজেক্ট প্রথম স্থান অধিকার করে। তাদের প্রজেক্টের বিষয় হচ্ছে "প্লাস্টিক কীভাবে মাটি ও বায়ু দূষণ করে"।

প্রত্যেকের উপস্থাপনা ও প্রজেক্ট প্রদর্শনীর প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জুনিয়র ও সেকেন্ডারি উভয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে রাজশাহী আলোর পাঠশালা। জুনিয়র ক্যাটাগরিতে অষ্টম শ্রেণির প্রজেক্ট প্রথম স্থান অধিকার করে। তাদের প্রজেক্টের বিষয় হচ্ছে "প্লাস্টিক কীভাবে মাটি ও বায়ু দূষণ করে"। প্রজেক্ট উপস্থাপন করে অষ্টম শ্রেণির জেসমিন খাতুন।

সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম শ্রেণির প্রজেক্ট প্রথম স্থান অধিকার করে। তাদের প্রজেক্টের বিষয়ে ছিল "প্লাস্টিক মুক্ত সিটি"।

সেকেন্ডারি ক্যাটাগরিতে নবম শ্রেণির প্রজেক্ট প্রথম স্থান অধিকার করে। তাদের প্রজেক্টের বিষয়ে ছিল "প্লাস্টিক মুক্ত সিটি"। প্লাস্টিক ব্যবহারের ভয়াবহতা সম্পর্কে নিজস্ব বক্তব্য উপস্থাপন করে নবম শ্রেণির রাহি। এ অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট এবং মেডেল দেওয়া হয়। চ্যাম্পিয়ন এবং রানার-আপকে বই উপহার দেওয়া হয়। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে রাজশাহী আলোর পাঠশালার শিক্ষার্থীরা খুবই উচ্ছ্বসিত।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে মোট সাতটি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট। রাজশাহীতে ২টি, কুড়িগ্রাম, ভোলা, নওগাঁ, টেকনাফ ও বান্দরবানে ১টি করে মোট সাতটি স্কুলে ১ হাজার ৩৫০ জন শিক্ষার্থী বিনা মূল্যে পড়াশোনা করছে।