মহান স্বাধীনতা দিবস উদ্যাপন
গেরিলা বাহিনী সেজে মুক্তিযোদ্ধের চিত্র তুলে ধরে শিক্ষার্থীরা
প্রতি বছরের ন্যায় এ বছরও মহান স্বাধীনতা দিবস উদ্যাপন করেছে প্রথম আলো চর আলোর পাঠশালা। এ উপলক্ষে ২৬ মার্চ সকালে আলোর পাঠশালার শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে সমবেত হয়। দিবসটি উদ্যাপনের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর পিটি প্যারেড করে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা হয়।
পরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা গেরিলা বাহিনী সেজে মুক্তিযোদ্ধের চিত্র শিক্ষার্থীদের মাঝে তুলে ধরে। এতে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সবশেষে শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা দিবস নিয়ে তাৎপর্যপূর্ণ এবং দিক নির্দেশনা মূলক আলোচনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিদ্যালয় কমিটি সদস্যসহ অনেকে।
উল্লেখ্য, সামিট গ্রুপের সহায়তায় প্রথম আলো চর আলোর পাঠশালাসহ দেশজুড়ে ছয়টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।