গুড়িহারী–কমাদেবপুর আলোর পাঠশালায় নতুন বই বিতরণ

নতুন বই হাতে গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা।

গুড়িহারী–কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত পাঠশালাটিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।

গত ১ জানুয়ারি বেলা ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঠশালার প্রধান শিক্ষক রাজিত দাস, সহকারী শিক্ষকবৃন্দসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বই বিতরণ অনুষ্ঠান সম্প‌র্কে প্রধান শিক্ষক রা‌জিত দাস ব‌লেন, ‘প্রতি বছ‌রের ন্যায় এবারও বছ‌রের প্রথম দি‌নে শিক্ষার্থী‌দের হা‌তে নতুন বই বিতরণ করা হয়েছে। বই‌য়ের সংকট র‌য়ে‌ছে। প্রাপ্তি সাপেক্ষে সকল বই শিক্ষার্থীদের বিতরণ করা হবে।’  

উল্লেখ্য, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত।