বাবুডাইং আলোর পাঠশালায় জাতীয় শিশু দিবস উদ্যাপন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে চিত্রাঙ্কন–কুইজ–রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে বাবুডাইং আলোর পাঠশালাটি অবস্থিত।
গত ১৭ মার্চ সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠান শুরু হয়। প্রাক-প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা চিত্রাংকন প্রতিযোগিতায় এবং পঞ্চম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ–সভাপতি কার্তিক কোল টুডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, বাবুডাইং গ্রাম প্রধান মাধব কোল সরেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, সিনিয়র শিক্ষক লুইশ মুর্মু প্রমূখ। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ দেয়া হয়।
আলোচনা সভায় বক্তরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানা দিক তুলে ধরে বলেন, বাংলাদেশকে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়।
উল্লেখ্য, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে, চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমানা ঘেঁষে বাবুডাইং আলোর পাঠশালার অবস্থান। সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় বাবুডাইং আলোর পাঠশালাসহ দেশব্যাপি ৭টি স্কুল পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।