চট্টগ্রাম গণিত উৎসবে অংশ নিয়েছে কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা
গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত আঞ্চলিক গণিত উৎসবে কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার দুই শিক্ষার্থী অংশগ্রহণ করে। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উয়ইসাই মারমা ও সাইসাইওয়ং মারমা গণিত অলিম্পিয়াডে অংশ নিতে পেরে খুবই অনন্দিত । উয়ইসাই মারমা বলেন,‘ বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার দুর্গম স্থান কচ্ছপতলীতে আমাদের পাঠশালার অবস্থান। এত বড় গণিত উৎসবে আমি এর আগে কখনও অংশ নেইনি। এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। চট্রগ্রাম বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। আমি এই উৎসব থেকে অনেক নতুন কিছু শিখতে পেরেছি।’
কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার সহকারী শিক্ষক অং থোয়াই চিং মারমা দুই শিক্ষার্থীকে নিয়ে গণিত উৎসবে অংশ নেয়। তিনি বলেন, ‘আমাদের পাঠশালাটি দুর্গম স্থানে অবস্থিত। গণিত উৎসবে অংশ নেওয়ার জন্য আমরা একদিন আগেই চট্টগ্রামে এসেছি। এত বড় উৎসবে অংশ নেওয়ায় শিক্ষার্থীদের জানার আগ্রহ বেড়েছে।’
উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের এ আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা।