নান্দনিক কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নিয়ে পুরস্কার জিতল আলোর পাঠশালা

স্বাধীনতা দিবস ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নান্দনিক কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশ নিয়েছে আলোর পাঠশালার শিক্ষার্থীরা। বাংলার গৌরবময় সংগ্রামের ইতিহাস তুলে ধরে স্বাধীনতা দিবস ডিসপ্লেতে প্রথম স্থান অধিকার করে কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা। প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালাটি বান্দরবান জেলার রেয়াংছড়ি উপজেলায় অবস্থিত। রোয়াংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবস কুচকাওয়াজ ও ডিসপ্লেতে  রোয়াংছড়ি কলেজ,রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়,কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালা, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন। ডিসপ্লে প্রতিযোগিতায় কচ্ছপতলী নিম্ন মাধ্যমিক আলোর পাঠশালার ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়।

গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস কুচকাওয়াজ অংশগ্রহণ ক‌রে দ্বিতীয় স্থান অ‌ধিকার ক‌রে।

এদিকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় অবস্থিত গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালার শিক্ষার্থীরা কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশগ্রহণ ক‌রে দ্বিতীয় স্থান অ‌ধিকার ক‌রে। নিয়ামতপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নান্দনিক কুচকাওয়াজে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো দুটি গ্রুপে বিভক্ত হয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শণ করে।‌গুড়িহারী-কাম‌দেবপুর আ‌লোর পাঠশালা ‘খ’ গ্রুপের কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশ নেয়।  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমদ, থানা ইনচার্জ মাইদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য,প্রথম আলো ট্রাস্ট সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় দেশের প্রত্যন্ত এলাকায় ‘আলোর পাঠশালা’ নামে ৭টি স্কুল পরিচালনা করছে। বর্তমানে কুড়িগ্রামে ১টি, রাজশাহীতে ২টি, ভোলায় ১টি, নওগাঁয় ১টি, কক্সবাজারে ১টি ,বান্দরবানে ১টিসহ মোট ৭টি স্কুল পরিচালিত হচ্ছে।