‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...’ আবদুল গাফফার চৌধুরীর এই গানের সুরে সুরে ও তালে তালে গত শুক্রবার কচ্ছপতলী আলোর পাঠশালায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ সকলেই প্রভাতফেরিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে। খালি পায়ে হেঁটে এলাকা ঘুরে ঘুরে অমর একুশে প্রভাতফেরি করে শিক্ষক, শিক্ষার্থীরা।
ওই দিন সকাল ৭টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে আরম্ভ করে লিরাগাঁও গ্রাম, চহ্লা পাড়া, মংপ্রু পাড়া এবং কচ্ছপতলী বাজার হয়ে পুনরায় বিদ্যালয়ের শহীদ মিনারে এসে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীদের নিয়ে অমর একুশের আলোচনা সভার আয়োজন ও দেয়ালিকা প্রকাশ করা হয়। আলোচনা সভায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ ছিল দেখার মত।
উক্ত সভায় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে একুশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও তাৎপর্য দিক তুলে ধরে হয়। পরিশেষে শ্রদ্ধেয় প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।