‘মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে’

ঝুড়িতে বল নিক্ষেপ খেলায় অংশ নিচ্ছে এক শিক্ষার্থী।

দমদমিয়া আলোর পাঠশালায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পাঠশালা প্রাঙ্গণে ১৬ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলনের পরে বীর শহীদদের আত্মার উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। ১০০ ও ২০০ মিটার দৌড়, আলু কুড়ানো, মোরগ লড়াই, দড়ি খেলা, ঝুড়িতে বল ফেলা, মিউজিক বল ও অন্যান্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

আলু কুড়ানো খেলায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ আলী মন্ডল, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নুর কবির, সহসভাপতি আমান উল্লাহ, দাতা সদস্য সৈয়দুল আমিন। এ ছাড়াও আলোর পাঠশালার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রীড়া প্রতিযোগিতা পর্বের পর শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ও কবিতা পরিবেশন করে। পরে ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের পুরস্কার তোলে দেওয়া হয়।

ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তোলে দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,‘মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হব, যাতে তারা আগামীতে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।’ পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।