গুড়িহারী-কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি, ছুটি নেওয়ার প্রবণতা, স্বাস্থ্য-সুরক্ষা, শৃঙ্খলা, শিক্ষার সার্বিক বিষয়কে সামনে রেখে গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  পাঠশালা মিলনায়তনে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঠশালার প্রধান শিক্ষক নুর আলম। অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন পাঠশালার সহকারী প্রধান শিক্ষক রাজীব দাস, সহকারী শিক্ষক জুয়েল রানা, সহকারী শিক্ষক তিথী বর্মণ প্রমুখ। এ সমাবেশে প্রায় ৭০ জন অভিভাবক উপস্থিত ছিলেন।

অভিভাবক সমাবেশে বক্তারা, পাঠশালার সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করেন। শিক্ষকেরা শিক্ষার্থীদের দেরি করে পাঠশালায় আসা,অনুপস্থিতি, মোবাইল ফোনে আসক্তি প্রভৃতি বিষয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। শিক্ষার্থীরা কী করে, কোথায় যায়, সে দিকটি দেখভাল করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তাঁরা। অভিভাবকদের মধ্যে সভায় বক্তব্য রাখেন আতিকুর রহমান, যতীন সরেণ ও শিল্পী খাতুন।

উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়।