কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় ফুটবল ক্লাব গঠন
কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালায় ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের নিয়ে আলাদা দুইটি ফুটবল ক্লাব করা হয়েছে। স্কুল, উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের স্কুল ও এলাকা সুনাম অর্জন করার লক্ষ্যে এই ক্লাব গঠন করা হয়েছে। এ ছাড়া প্রশিক্ষণের মাধ্যমে খেলায় পারদর্শী করে জাতীয় পর্যায়ে গৌরব অর্জন চেষ্টা থাকবে বলে জানান প্রশিক্ষকগণ।
মোট ১৬ জন ছাত্রীকে নিয়ে উইমেন্স ফুটবল ক্লাব এবং ১৫ জন ছাত্রকে নিয়ে কচ্ছপতলী ফুটবল ক্লাব গঠন করা হয়েছে। উইমেন্স ফুটবল ক্লাবের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক অংথোয়াইচিং মারমা। অন্যদিকে কচ্ছপতলী ফুটবল ক্লাবের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক উজ্জ্বল ত্রিপুরা।
উইমেন্স ফুটবল ক্লাবের সদস্যরা হলো কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালার ষষ্ঠ শ্রেণির ৯ জন, সপ্তম শ্রেণির ৬ জন ও অষ্টম শ্রেণির ১ জন শিক্ষার্থী। এ ছাড়া ছেলেদের ক্লাবের সদস্যরা হলো অষ্টম শ্রেণির ৭ জন সপ্তম শ্রেণির ৪ জন ও ষষ্ঠ শ্রেণির ৩ জন শিক্ষার্থী।
ক্লাব গঠন নিয়ে দুই দলের দুই প্রশিক্ষক বলেন, ‘ফুটবল ক্লাব গঠন করায় শিক্ষার্থীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তারা খুব আনন্দ নিয়ে নিয়মিত স্কুল প্রাঙ্গণে প্রশিক্ষণে আসে, কেউ মিস করে না। সঠিকভাবে নিয়মিত গাইড করতে পারলে ভালো খেলোয়াড় উঠে আসবে আশা করি।’
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সামিট গ্রুপ ও আঞ্জুমান-আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা’পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।