কচ্ছপতলী আলোর পাঠশালায় জাতীয় শোক দিবস পালন
১৫ আগস্ট, বাংলাদেশের মানুষের শোকের দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে ইতিহাসের মহানায়ক স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ৪৮ বছর আগে বঙ্গবন্ধুকে সপরিবার নৃশংসভাবে হত্যা করে পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ও কলঙ্কময় অধ্যায়ের জন্ম দিয়েছিল ঘাতকেরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কচ্ছপতলী আলোর পাঠশালা (নিম্ন মাধ্যমিক বিদ্যালয়)। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পাঠশালা প্রাঙ্গনে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইনি মারমা, মেয়ই মারমা, মংক্যউ মারমা প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কচ্ছপতলী আলোর পাঠশালার প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরা। আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে, সাইনু মারমা (সপ্তম শ্রেনি) দ্বিতীয় হয়েছে, উয়ইসাই মারমা (ষষ্ঠ শ্রেণি) তৃতীয় হয়েছে, অংহ্লাসাই মারমা (অষ্টম শ্রেণি)। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে, উশৈসাই মারমা (অষ্টম শ্রেণি) দ্বিতীয় হয়েছে, হ্লামাংউ মারমা (অষ্টম শ্রেণি) তৃতীয় হয়েছে, উয়ইসাই মারমা (ষষ্ঠ শ্রেণি)।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ চ্যারিটেবল ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পার্বত্য জেলা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ‘কচ্ছপতলী নিম্নমাধ্যমিক আলোর পাঠশালা’পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে।