গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ নভেম্বর পাঠশালা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি আ. আজিজ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাজিত দাস সহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অভিভাবক সমাবেশে বক্তরা নতুন পাঠ্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, ছুটি নেওয়ার প্রবণতা, স্বাস্থ্য-সুরক্ষা, পাঠশালার শৃঙ্খলা, শিক্ষার সার্বিক পরিবেশের উপর আলোচনা করেন।
আলোচনা সভায় পাঠশালা পরিচালনা পর্যদের সভাপতি আ.আজিজ বলেন, ছাত্র–ছাত্রীরা ঠিকমত স্কুলে আসছে কিনা, বাড়িতে পড়াশোনা করছে কিনা এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খেয়াল রাখতে হবে। পাশাপাশি নতুন শিক্ষাক্রমের সঙ্গে শিক্ষকদের দ্রুত খাপ–খাইয়ে নিতে হবে।
আলোরা পাঠশালার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজিত দাস বলেন, আমারা চেষ্টা করছি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করতে। সম্প্রতি প্রথম আলো ট্রাস্টের আয়োজনে নতুন শিক্ষাক্রমের উপর আমরা প্রশিক্ষণ নিয়েছি। শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে এই প্রশিক্ষণ ইতিবাচক ভূমিকা রাখবে।
অভিভাবক সমাবেশে শিক্ষকেরা শিক্ষার্থীদের পাঠশালায় অনুপস্থিতি, মুঠোফোনে আসক্তি, বাড়ির কাজ ঠিকমত করা প্রভৃতি বিষয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন। অভিভাবকদের মধ্যে সভায় বক্তব্য রাখেন সজনী মার্ডি, জেভিয়ার মার্ডি, আশরাফুল ইসলাম, আতিকুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, সামিট গ্রুপ ও আঞ্জুমান–আজিজ ট্রাস্টের সহযোগিতায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত গুড়িহারী কামদেবপুর আলোর পাঠশালাটি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুড়িহারী শালবাড়িতে অবস্থিত। বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়।