দমদমিয়া আলোর পাঠশালায় করোনার টিকা প্রদান

করোনার টিকা প্রদান করছেন স্বাস্থ্যকর্মী।

প্রথম আলো ট্রাস্ট পরিচালিত দমদমিয়া আলোর পাঠশালার ১৪০ জন শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান করা হয়েছে। গত ২৬ জানুয়ারি টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মীরা প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে টিকা প্রদান করেন । টিকা প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুল ইসলাম ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফরিদুল আলম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২০ সালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে দমদমিয়া আলোর পাঠশালা যাত্রা শুরু করে। সামিট গ্রুপের সহযোগিতায় দমদমিয়া আলোর পাঠশালাসহ  ছয়টি  পাঠশালা পরিচালনা করে প্রথম আলো ট্রাস্ট।