বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণে আলোচনা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
অধিকার আদায় ও নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের এক জ্বলন্ত উদাহরণ প্রীতিলতা ওয়াদ্দেদার। দেশপ্রেমে জাগ্রত অধিকার আদায়ের লড়াকু সৈনিকদের বাঁচাতে যিনি আত্মাহুতি দিতেও কুণ্ঠাবোধ করেননি। তাঁর আত্মবলিদানের এ দৃষ্টান্ত অনুসরণ করে আমাদের দেশপ্রেমে জাগ্রত হতে হবে। হতে হবে অন্যায়-নির্যাতনের বিরুদ্ধে তাঁর প্রতিবাদী চেতনার। গত ২৪ সেপ্টেম্বর ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরনে অনুষ্ঠিত আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালায় এ অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে তিনটি ক্যাটাগরিতে প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক গোলাম রব্বানী, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান প্রমুখ।
শেষে বিজয়ীদের পুরস্কার হিসেবে বই ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে পঞ্চম শ্রেণির নিতলি টুডু, দ্বিতীয় স্থান অধিকার করে তৃতীয় শ্রেণির মাসুমা খাতুন, মুসলিমা খাতুন, চতুর্থ শ্রেণির মারুফা খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করে চতুর্থ শ্রেণির আরাফাত আলী ও রাবেয়া বাসরী। অন্যদিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির ক্যাটাগরিতে প্রথম সপ্তম শ্রেণির সাথি টুডু, দ্বিতীয় ষষ্ঠ শ্রেণির রুমি খাতুন ও তৃতীয় স্থান অধিকার করে ষষ্ঠ শ্রেণির তাহারিমা খাতুন ও ইয়াসির আরাফাত। অষ্টম থেকে দশম শ্রেণির ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে অষ্টম শ্রেণির সুফিয়া খাতুন, মরিয়ম খাতুন, নবম শ্রেণির রিতামনি টুডু, ইসরাত জাহান, দ্বিতীয় স্থান অধিকার করে অষ্টম শ্রেণির মৌমিতা হাঁসদা, সাকিবুল হাসান, নবম শ্রেণির ববিতা সাইচুরি ও তৃতীয় স্থান অধিকার করে নবম শ্রেণির সুরমিলা হাঁসদা।